অ্যাসিড বৃষ্টির সর্তকতা জারি শ্রীলঙ্কায়: সপ্তাহ ধরে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ

একেই করোনার থেকে রেহাই নেই, তার মধ্যে অ্যাসিড বৃষ্টির চরম সর্তকতা জারি হল শ্রীলঙ্কায়। সপ্তাহ ধরে জ্বলছে সমুদ্রে এক রাসায়নিক ভর্তি জাহাজ, তা থেকেই সৃষ্টি হচ্ছে সেই অ্যাসিড বৃষ্টি জানালেন সে দেশের পরিবেশ দফতর। সতর্ক থাকতে বলা হয়েছে দেশবাসীকে।

গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’-এ আগুনে লাগে, গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল সেই জাহাজ। জাহাজের ট্যাংকে ছিল ৩২৫ মেট্রিক টন জ্বালানি, ১ হাজার ৪৮৬টি পাত্রে রাখা ছিল প্রায় ২৫ টন নাইট্রোজেন ডাইঅক্সাইডও।

জ্বালানির থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড থেকেই অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা, বলে জানিয়েছেন সে দেশের সামগ্রিক পরিবেশ সুরক্ষা সংস্থার চেয়ার পার্সন দর্শন লাহান্ডাপুরা। বিশেষ সর্তকতা জারি হয়েছে উপকূল এলাকায় বসবাসকারী মানুষদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *