আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। গরমের দাপট থেকে মিলবে রেহাই। উত্তরবঙ্গে এখনও বৃষ্টি থেকে রেহাই মিলবে না বলে জানাচ্ছেন আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে চলেছে। বৃষ্টি না পড়লেও আকাশে মেঘ রয়েছেই। বঙ্গোপসাগরের উপকূলে নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় যেকোনও সময়ে বৃষ্টি নামতে পারে। সার্কুলেশন অনুযায়ী আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলি এখনই বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। পাহাড় সহ উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে।আলিপুর দুয়ারে প্রবল ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে যার জেরে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় বর্ষণের পূর্বাভাস নেই। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। তার জেরে আবহাওয়া ভ্যাপসা হয়ে গিয়েছে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু এখনই বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। পাহাড় সহ উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। আলিপুর দুয়ারে প্রবল ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। তার জেরে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তেমন বর্ষণের পূর্বাভাস নেই। গত কয়েকদিনে তেমন বৃষ্টি হয়নি কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। তার জেরে আবহাওয়া ভ্যাপসা হয়ে গিয়েছে।