সেভেন এমএম পিস্তল সহ সিধাইয়ে আর্মস এক্টে গ্রেপ্তার দুজন। ডিসেম্বর মাসে আর্মস এক্ট অনুযায়ী একটা মামলা রেজিস্ট্রি হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানায়। এর পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ জগতপুর এলাকা থেকে রাজকুমার দেবনাথ ও পলাশ পাল সহ আরো একজনকে গ্রেপ্তার করে সিধাই থানার পুলিশ। তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয়।
রিমান্ডের স্বীকারোক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে আজ একটি সেভেন এমএম পিস্তল এবং খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে ঐদিন খুঁজে পাওয়া যায়নি। এই অভিযানের ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী মোহনপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জমাতিয়া সহ অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী। তাদের বিরুদ্ধে আর্মস এ্যাক্ট অনুযায়ী মামলা নেওয়া হয়েছে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ ।