সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল সিকিমের এক যুবক। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় ৩০। জানা গেছে, সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল। অভিযোগ, হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করে।
এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে, তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গহনা আত্মসাৎ করত। সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত অন্তত ৩০০ জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের থেকে চার গ্রাম সোনা নিয়ে প্রতারণা করার ঘটনাও সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে মেডিকেলের আউট পোস্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে ৬ মে রাতে শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির এলাকা থেকে হেমন্তকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর অভিযুক্তকে তিন দিনের পুলিশি রিমান্ডে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার পদ্ধতি, অর্থ কোথায় লেনদেন হয়েছে ও অন্য কোনো সহযোগী আছে কি না তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার মাধ্যমে AI প্রযুক্তির অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ের বিপদ আরও একবার সামনে এল।