শিলিগুড়ি কাওয়াখালী উৎস ধারা টাউনশিপের ভেতরে পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ি কাওয়াখালী উৎস ধারা টাউনশিপের ভেতরে পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা এরপরে দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগালে আগুনের অগ্নিশিখা আরো বাড়তে থাকে এর পরে খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল বিভাগে সেখান থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এই আগুন লাগল তা জানা সম্ভব হয়নি তবে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাশে থাকা টাউনশিপের অফিস।