হ্যাম রেডিয়োর বিশেষ উদ্যোগ

পুজোর রাতে বেলেঘাটা এলাকা থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছিল এক তরুণীকে। জানিয়েছেন, দিল্লিতে আটকে রাখা হয়েছিল তাঁকে। কোনও মতে তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন। জানা যায়, বাংলাদেশের বাসিন্দা ওই  তরুণী। হ্যাম রেডিও সংগঠনের দাবি, তরুণী তাঁর মাকে ভিডিয়ো কলে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যান। তাঁকে দিল্লীর গুরুগ্রাম এলাকার একটি পার্লারে কাজ করানো হত। কিন্তু সেখান থেকে কোন মতে তিনি পালিয়ে এসেছেন কলকাতায়।

তবে আপাতত ওই তরুণীকে তাঁর দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে হ্যাম রেডিয়ো অপারেটরদের এক সংগঠন।ওই সংগঠনের সম্পাদক অম্বরীশ নাগ জানিয়েছেন তাঁরা এ নিয়ে বাংলাদেশ হাই কমিশনকে চিঠিও লিখেছেন।তিনি এও  জানান, তরুণীর কথা মতো এখনও দিল্লির গুরুগ্রামে বেশ কয়েক জন তরুণীকে আটকে রাখা হয়েছে। সেই তথ্য জানানো হয়েছে দিল্লি পুলিশকে।

অম্বরীশ আরও জানান যে, তাঁরা বাংলাদেশের হ্যাম রেডিয়ো অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে সেখানকার সদস্যেরা নারায়ণগঞ্জ থেকে তরুণীর মাকে খুঁজে বের করেন। প্রায় তিন বছর পর কলকাতায় বসে সংগঠনের তরফে মা-মেয়েকে ভিডিয়ো কলে কথা বলানো হলে দু’জনেই কান্নায় ভেঙে পড়েন। তবে আপাতত ওই তরুণীকে বাংলাদেশে ফেরানোর আইনি ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *