আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় লাগোয়া করলাভ্যালি চা বাগানে বসেছিল শিশুদের জন্য ‘খুশির বাজার’। শতাধিক শিশু জমায়েত হয়ে বেলুন হাতে বাজার উদ্বোধন করে বিনামূল্যে তাদের পছন্দসই জিনিসপত্র গ্রহণ করে। খাতা, পেন্সিল, রাবার, বিভিন্ন ধরনের বিস্কুট, কেক, চকলেট, ফ্রুট জুস, বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী, শিশুদের বিভিন্ন ধরনের খেলনা সহ প্রায় ৩৫ প্রকারের রকমারি জিনিসের মেলায় চা বাগানের শ্রমিক পরিবারের শিশুরা খুব আনন্দ সহকারে নিজেরা বাজার করে।
শিশুদের মুখে আনন্দ ছিল চোখে পড়ার মতন। পুজোর আগে এতো সুন্দর একটি অভিনব খুশির বাজার এর ব্যবস্থাপনা করলেন সুদুর মালদা নিবাসী উৎপল গুহ বিশ্বাস বাবু।
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সাধারণ দুঃস্থ মানুষদের জন্য উনি বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকেন। আজকের খুশির বাজার প্রোগ্রামটির পরিচালনায় ছিলেন অমৃত ঘোষ, মজিদ আলম, কাবুল হোসেন, প্রাণ ওরাও, চন্দন রায় সহ অন্যান্যরা।