৩০ টাকার টিকিট কিনে ১ কোটি টাকার পুরস্কার জিতলেন একজন ব্যবসায়ী

লটারিতে কোটিপতি শিলিগুড়ির মহাকুমার ফাঁসিদেওয়ায়। ফাঁসিদেওয়ার লিউসিপাকুড়ি কাশীরাম জোতের নরেশ চন্দ্র দাস মাত্র ৩০  টাকা দিয়ে লটারি কেটে ১ কোটি টাকা পেলেন। বুধবার বেলা এগারোটা নাগাদ লটারি কেটেছিলেন। নরেশ চন্দ্র দাস পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে লিউসিপাকুড়ি বাজারের রাস্তার পাশে স্টেশনারির দোকান করেছিলেন। প্রতিদিন স্বামী-স্ত্রী মিলে দোকান করছিলেন।

এদিন দুপুর ১১ টা নাগাদ স্ত্রীর অজান্তে ৩০ টাকা দিয়ে একটি লটারি কাটেন। এরপর লটারির ফল বেরোতেই হৈই চৈই পড়ে যায় লটারির দোকানে। লটারি বিক্রেতা মালতি দাস জানালেন লটারির রেজাল্ট আসতেই আমি অবাক হয়ে যাই দেখি যেই নাম্বারটি প্রথম পুরস্কার খেলেছে সেই নাম্বারটি আমার দোকান থেকেই বিক্রি হয়েছে।।

সেই সময় কে কেটেছে সেটা জানতে পারেনি, পরে একান ও কান হতেই বুঝতে পারেন অন্য আর কেউ নয় সে আমার ভাসুর নরেশ চন্দ্র দাস।