দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড বানাতে গিয়ে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হলো উত্তরদিনাজপুরের বিড়ঘই গ্রাম পঞ্চায়েত। এই চরম বিশৃঙ্খলা দুইপক্ষের হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেলে ঘটনায় চার জন জখম হন বলে খবর। এই ঘটনার ফলে স্বাস্থ্যসাথীর কার্ডের ফোটো তোলার কাজ সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যসাথীর নতুন কার্ডের আবেদনকারীদের ছবি তোলার ক্যাম্প হচ্ছিল। সেখানে মোক্তার আলি সহ বেশ কয়েকজন মিলে লাইনে দাড়িয়ে থাকা খাইরুন্নেসা নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধার ছেলে আব্দুল খালেদ মোক্তারের উপর চড়াও হলে দুপক্ষের মধ্যে তুমুল গন্ডোগোল বাধে বলে অভিযোগ। এতে আব্দুল খালেদ ও মোক্তার দুজনেরই মাথায় আঘাত লাগে বলে উভয়পক্ষের দাবী। এদিকে মোক্তারকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয় বলে পুলিশ সুত্রে খবর। তবে এখনো এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।