উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের পর্যটন নিয়ে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, উত্তরবঙ্গের বিস্তীর্ন এলাকা পর্যটনের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। কিন্তু সেটা করেনি রাজ্য সরকার। যোগাযোগ ব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি। বিমান পরিষেবা চালু করার জন্য বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক চেষ্টা করলেও তা করতে দেওয়া হয় নি। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে সব রাস্তা হয়েছে, সেখানেও বোর্ডে প্রকল্পের নাম নেই বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে তার এই মন্তব্যের এদিন কড়া ভাষায় জবাব দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী পর্যটক হিসেবে কোচবিহারে এসেছেন। তাকে রাজার শহরে স্বাগত। কিন্তু তিনি উত্তরবঙ্গের পর্যটন নিয়ে যে বক্তব্য রেখেছেন, তা সর্বৈব মিথ্যে। কারণ বিগত ১০বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের সরকার প্রচুর উন্নয়ন করেছেন পর্যটনের ক্ষেত্রে। পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সমতল প্রত্যেক জায়গাতেই ব্যাপক উন্নতি সাধন হয়েছে তৃণমূল সরকারের আমলে। ডুয়ার্সে স্টে হোম এর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে বনাঞ্চল সংলগ্ন এলাকার যুবকদের পথ সুগম হয়। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার পর্যটনের ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহণ করেনি দেশজুড়ে।