কৃষি আইনের প্রতিবাদে রাজধানীতে ১৯ দিন যাবৎ আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের পর পর পাঁচটি বৈঠক হয়ে গিয়েছে যার মাধ্যমে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র উঠে আসেনি। এই পরিস্থিতিতে নিজের রাজ্য গুজরাতে এদিন কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইন্দো পাক সীমান্তে লাখপত তালুকা এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাঁদেরই প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। আজ তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। কৃষকদের দাবি পুরনো আইন প্রত্যাহার করে সরকারকে নতুন করে বিল তৈরি করতে হবে।