আজ পাহাড়ে ফিরছেন রোশন গিরি। বিমল পন্থী এই নেতার পাহাড়ে ওঠার খবরে পাহাড়ে শীতের শুরুতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা নেতা সত্যবান ছেত্রী জানিয়েছেন আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে উঠছেন রোশন গিরি। তবে তারসঙ্গে বিমল গুরুং পাহাড়ে উঠছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।পাশাপাশি তিনি আরো জানান আগামী ২৯ এক বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে কার্শিয়াঙে। জানা গেছে রোশনকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য মোর্চার এক শ্রেণীর কর্মী হাজির থাকবেন। তাদেরকে নিয়েই পাহাড়ে উঠবেন দীর্ঘদিনের পলাতক নেতা রোশন গিরি।
প্রায় তিন বছর আগে গোর্খাল্যান্ড আন্দোলনে যে আগুন জ্বলেছিল পাহাড়ে তারপর নানা মামলায় অভিযুক্ত বিমল গুরুং , রোশন গিরিরা পাহাড় ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই তিনবছরে পাহাড়ে প্লট পালটেছে। বিমলের বিরুদ্ধে গিয়ে মমতার ছত্রছায়ায় জিটিএর ক্ষমতা হস্তগত করেছে অনিত বিনয়রা। ইতিমধ্যে কলকাতায় বিমল গুরুং প্রকাশ্যে এসে আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন করার ঘোষণা করেছে। মমতার হাত না ধরলে যে পাহাড়ে ফেরা এবং একাধিক জামিন অযোগ্য ধারার মামলা উঠবেনা তা হারে হারে টের পেয়ে বিমল রোশনদের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তৃনমূলও আগামী বিধানসভা ভোটে বিনয় অনিত দের ভোট, অন্যদিকে বিমল রোশনদের ভোট নিজের অনুকূলে করে পাহাড়ে বিজেপিকে শিক্ষা দিতে চাইছে।তবে দীর্ঘ কয়েক বছর পর বোশন গিরি পাহাড়ে ফেরার পর পাহাড়ের রাজনৈতিক কোন দিকে মোড় নেয় সে দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।