বৃহস্পতিবার করোনাকালে বিয়ের অনুষ্ঠানের জন্য যোগীরাজ্যে নতুন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানের জন্য আর পুলিশ বা প্রশাসনের লিখিত অনুমতির প্রয়োজন নেই বলে জানালেন যোগী প্রশাসন। তবে অনুষ্ঠানে আগের মতোই কোভিড প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের কথা মাথার রেখে অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০-র মধ্যে বেঁধে দেওয়া হয়। নিয়ম ভাঙলে উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর।