হিন্দুজা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি ও ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা অশোক লেল্যান্ড লঞ্চ্ করল আই-জেন৬ বিএস৬ টেকনোলজি-যুক্ত ‘বস এলই’ ও ‘বস এলএক্স’ ট্রাক। এই ট্রাক কেনার সময় গ্রাহকরা মাল্টিপল কম্বিনেশন থেকে বেছে নিতে পারবেন – লোডিং স্প্যান ১৪ ফুট থেকে ২৪ ফুট এবং হাই সাইড ডেক, ফিক্সড সাইড ডেক, ড্রপ সাইড ডেক, ক্যাব চেসিস, কন্টেনার ও টিপার বডি টাইপ। এই ট্রাকের দাম শুরু হয়েছে ১৮ লক্ষ টাকা থেকে।
বস এলই ও এলএক্স-এর সঙ্গে ৪ বছর/৪ লক্ষ কিমি ওয়ারেন্টি রয়েছে, যা আরও ৬ বছর পর্যন্ত বাড়ান যাবে। দ্রুত প্রয়োজনের কথা মাথায় রেখে এই ট্রাকের সঙ্গে থাকছে ‘কুইক অ্যাক্সিডেন্ট রিপেয়ার’ সুবিধা। এজন্য ওয়ার্কশপে থাকবে এক্সক্লুসিভ বে। সেলস ও আফটার সেলসের প্রয়োজনে গ্রাহকদের জন্য রয়েছে ৩০০০-এরও বেশি টাচপয়েন্ট, যেগুলি ২৪X৭ কাস্টমার অ্যাসিস্ট্যান্স আপটাইম সলিউশন সেন্টার ও সার্ভিস মান্ডি নেটওয়ার্কের সুবিধাসম্পন্ন।