পুজোর পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এদিন জলপাইগুড়ির আসাম মোড়ে এদিন করোনা টেস্ট শিবির আয়োজন করে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সম্প্রতি এই এলাকায় প্রায় দেড়শো জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে এসে করোনা পরীক্ষা করছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করা হচ্ছে।