কলকাতা: স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পরে কলেজ ও ইউনিভার্সিটির জন্য বেশ কিছু গাইডলাইন দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই অবশ্য জানানো হয়েছে, আগামী ডিসেম্বর থেকে রাজ্যের রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে।
নির্দেশিকায় জানানো হয়েছে উপসর্গযুক্ত পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে হলে তবেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ খোলা থাকবে। বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব পালন, মাস্কের ব্যবহার করতে হবে। যাবতীয় করোনা-বিধি মেনে চলতে হবে।