ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে পঞ্জাব থেকে আরও দু’জন শার্পশুটারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। ধৃত সুজিত রাই ও রোশনকুমার রাই দু’জনেই বিহারের ছাপড়ার বাসিন্দা। সিআইডি জানিয়েছে, বিহার থেকে তারা সড়কপথে কলকাতায় আসে। বিহারের জেলে থাকা বিচারাধীন বন্দি সুবোধ সিংয়ের সঙ্গেই এদের মূল আলাপ। সুবোধ সিং–ই এদের মোটা টাকার বিনিময়ে মণীশ শুক্লা খুনের অপারেশনে নিয়োগ করে। মণীশ শুক্ল ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই
