শিলিগুড়িতে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর

গ্লোবাল প্রিমিয়াম টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস তার প্রথম এক্সপিরিয়েন্স স্টোর লঞ্চ্‌ করল শিলিগুড়িতে। ভারতে অফলাইন উপস্থিতি মজবুত করার কর্মসূচির অঙ্গ হিসেবে এই স্টোরটি খোলা হল। শিলিগুড়িতে এই স্টোরটি চালু হয়েছে উত্তরায়ণ টাউনশিপে সিটি সেন্টার মলে। 

ভারতের বাজারের দিকে চোখ রেখে রিটেল ব্যবসার জন্য ওয়ানপ্লাস ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। শিলিগুড়িতে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন এই শহরের গ্রাহকরা আরও সহজে এই ব্র্যান্ডের প্রোডাক্টের সম্ভার থেকে কেনাকাটার সুবিধা পাবেন, যেমন নতুন লঞ্চ্‌ হওয়া ওয়ানপ্লাস ৮টি ৫জি ও ওয়ানপ্লাস নর্ড। বর্তমানে ওয়ানপ্লাসের ৫০০০-এরও বেশি অফলাইন স্টোর রয়েছে এবং আগামী বছরে তা ৮০০০-এরও বেশি করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরে সার্ভিস সেন্টার নেটওয়ার্ক ১০০টি শহরে বিস্তৃত করার পরিকল্পনাও আছে। শিলিগুড়ির নতুন স্টোরে এসে গ্রাহকরা নতুন লঞ্চ্‌ হওয়া ওয়ানপ্লাস ৮টি ৫জি, ওয়ানপ্লাস নর্ড, ওয়ানপ্লাস ৮ সিরিজ ও ওয়ানপ্লাস ৭টি সিরিজের উপরে স্পেশাল ফেস্টিভ সিজনের অফারের সুযোগ পাবেন, যেমন বিশেষ এইচডিএফসি ব্যাংক অফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *