নয়াদিল্লি: উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণ দেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্মরণ করিয়ে দিলেন ঢিলেমি দিলে হবে না৷ উৎসবে গাছাড়া মনোভাব দেখালেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে৷ একই সঙ্গে দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ইদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
তিনি বলেন, ‘মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস বিদায় নেয়নি৷ চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন, তাই এখন গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়৷ এই সময়ে নিজের সুরক্ষার বিষয়ে সবথেকে বেশি জোর দিতে হবে৷ ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ যতক্ষণ ওষুধ মিলছে না, ততক্ষণ কোনও ঢিলেমি নয়৷’