অন্য বারের মতো এ বার পুজোয় সারা রাত মেট্রো যে চলবে না। সোমবার পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে মেট্রো চলাচলের বর্তমান সময়সীমাও আর বাড়ানো হবে না। তবে সপ্তমী থেকে দশমী, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। আর তার ফলে ভিড়ের সম্ভাবনাও থাকছে না বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা-উত্তর নব্য স্বাভাবিকতা যুগে গত ১৪ সেপ্টেম্বর, প্রথম বার মেট্রোর চাকা গড়ায় কলকাতায়। স্বাস্থ্যবিধি মেনে ভালো ভাবেই পরিষেবা চলছে। অনেকেরই ধারণা মেট্রো চলাচল শুরু হওয়ার এক সপ্তাহ পর থেকে কলকাতায় কোভিড-আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করে। যদিও, বিশেষজ্ঞরা নিশ্চিত শহরের পুজোর বাজারে ভিড়ের কারণেই যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।