যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ত্রিপুরা

ত্রিপুরায় যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১৯ থেকে স্টার্ট আপ এর মাধ্যমে প্রথমবারের মত প্রয়াস নেওয়া হয়। পরবর্তী সময়ে স্টার্ট আপ সপ্তাহ এর মধ্য দিয়ে প্রাথমিক ভাবে ৩৫ টি স্টার্ট আপ ত্রিপুরায় যাত্রা করে। ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত রাজ্যে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টি। যা গোটা উত্তর পূর্বাঞ্চলে ২০৫৪ টি।  

এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে ধনপুরের সজীবের মত এমন অনেক যুবরা এখন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে শুধুমাত্র নিজেরাই সাবলম্বী হচ্ছে না, আরও অনেকের রোজগারের সুযোগ তৈরী করছে। পুরো যৌবন মিছিলে হেটে জীবন আঁধার করার বন্ধা রাজনৈতিক পরিমন্ডল মুক্ত হয়ে, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরাতেও নরেন্দ্র মোদীজির দিশা নির্দেশনায় যুবশক্তি, স্টার্ট আপের মাধ্যমে উজ্জ্বল আগামীর এক সন্ধান পেয়েছে।

যুবশক্তি সশক্ত হলে, রাষ্ট্রও শক্তিশালী হবে। আগামীর ভবিষ্যৎ এই যুবদের সুপ্ত সম্ভাবনাকে বাস্তব রূপদান করাই স্বার্থকতা। অন্যদিকে যুবরা রোজাগরী হলে মিছিলের লাইন লম্বা হবেনা, এমন যাদের ভাবনা ছিল, সেই যুব শক্তি এখন তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অভিনব ভাবনায় একেকজন সফল উদ্যোক্তা রূপে দৃষ্টান্ত স্থাপন করছে।