নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন। ধৃত যুবকের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ। ধর্মনগর প্রতিনিধি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই এলাকার নাবালিকা এক যুবতীর। পেশায় হোটেল কর্মী এই যুবকের নাম আমন যাদব (২৪)। পিতা ভনবার লাল যাদব,বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। সে বিগত এক বছর ধরে অসম-আগরতলা জাতীয় সড়কের পাশের ধাবাতে কর্মরত রয়েছে।

এমতাবস্থায় অসমের ঐ নাবালিকা যুবতীর পিতা উক্ত এলাকায় থেকে বিভিন্ন কাজ করতো। এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই অন্ধ প্রেম যখন বিবাহিত জীবনে পরিণত হতে চেয়েছিল তখনই ঘটে বিপত্তি। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতীকে নিয়ে বহিঃরাজের উদ্দেশ্যে পালাবার সময় স্থানীয় জনগণ বিষয়টি আছ করেন এবং সঙ্গে সঙ্গে গ্রামের উপপ্রধান ও ধর্মনগর মহিলা মোর্চার নেত্রীদের খবর দেওয়া হয়।

তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন ও চাইল্ড লাইনে খবর দেন এবং সঙ্গে সঙ্গে দুই কমিশনের নেতৃত্বরা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশও। পুলিশ বিবাহের সামগ্রী জব্দ করে ছেলেটিকে থানায় নিয়ে যায়। অপরদিকে নাবালিকা মেয়েকে চাইল্ড লাইনের হাতে সমঝে দেওয়া হয়। এভাবে স্থানীয় জনগণের তৎপরতায় ও বিভিন্ন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে একটি নাবালিকার বিয়ে ভেস্তে দেওয়া হয়। পুলিশ উক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে জানা যায়।