চলতি মাসের ৩ তারিখ হিমাচল প্রদেশের রোটাংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন অটল টানেলের। এই টানেলের মাধ্যমে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে। এর ফলে যাতায়াতের সময়ও চার থেকে পাঁচ ঘণ্টা কমবে। উদ্বোধনের পর, বিশ্বের দীর্ঘতম টানেলের এখনও এক সপ্তাহও কাটেনি। গত ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
জানা যাচ্ছে যে, এই টানেলের উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত হাজারেরও বেশি পর্যটক ও মোটরবাইক আরোহী যাতায়াত করেছেন। তীব্রগতিতে বাইক চালিয়ে, রেস করেছেন অনেকেই। এর জেরেই এই দুর্ঘটনা বলে জানানো হয়েছে। টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে এবার ডোপলার র্যা ডার বসানো হবে। এর ফলে তীব্র গতিতে থাকা গাড়িগুলিকে সনাক্ত করা যাবে।