আগামী ৬ই এপ্রিল সমগ্র দেশে মহা শ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মৎসব। দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা। এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
শিলিগুড়িতে বুধবার এই মহা মঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপির প্রদান করা হয় ১২ ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে। মহা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে,তবে এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে।
যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে বাধ্য হবে।