মঙ্গলবার রাতে বাগডোগরা সিংহিঝোড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে হাতবদলের আগে দুই পাচারকারীকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যে বাগডোগরা এলাকায় দাড়িয়ে ছিল ওই দুই পাচারকারী।
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা সহ এক ব্যক্তিকে।
ধৃতদের নাম, তাসলিমা খাতুন নকশালবাড়ির বাসিন্দা ও মোঃ আনসারুল ফাঁসিদেওয়ার বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।