রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন

রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আগামী ৬ই এপ্রিল রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা। প্রত্যেক বছরের মত এই বছরও শ্রী রাম নবমীর  শোভাযাত্রা এ বছরেও  তাৎপর্যপূর্ণ ভাবে হবে মনে করছেন উদ্যোক্তারা।

৬ই এপ্রিল রবিবার সকাল সাড়ে নটায় শিলিগুড়ির মাল্লাগুরীর হনুমান মন্দিরের সামনে থেকে এক পূজা অর্জনের মাধ্যমে শুরু হবে রামনবমীর এই শোভাযাত্রা।

শুভযাত্রাটি শিলিগুড়ি র মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হিলকার্ট রোড এয়ার ভিউ মোর সেবক মোর হয়ে পানি ডাঙ্কি মোড় বিধান রোড হয়ে ভেনাসমোর ইয়ার ভিউ মোর হয়ে বর্ধমান রোড জলপাই মোর এস এফ রোড হয়ে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের ময়দানে এসে শেষ হবে।