অবশেষে পুলিশের জালে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত মোঃ শহিদুল ২০২৪ সালের মে মাসে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের দুটি বাড়িতে পুলিশ হানা দিয়ে একাধিক ব্যাংকের পাসবুক এটিএম কার্ড ল্যাপটপ ও সাধারণ মানুষের আধার কার্ড ভোটার কার্ড উদ্ধার করেছিল সে সময়ে গ্রেপ্তার করা হয়েছিল একজন বিগত নয় মাস ধরে এই শহিদুল গা ঢাকা দিয়েছিল নেপালে আজ ঘোষপুকুর থেকে তাকে গ্রেপ্তার করে।
কোটি কোটি টাকা প্রতারণার সেই টাকা লেনদেন হতো দেশ-বিদেশ থেকে। ধৃত মোঃ শহিদুল ও অনিল গোপকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের সাথে আদালতের কাছে ১৪ দিনের আবেদন জানানো হয়েছে।