শিলিগুড়ি: গত সোমবার রাত্রে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কালী মায়ের মন্দিরের লোহার গেট ভেঙ্গে দানবক্স থেকে টাকা পয়সা সহ মায়ের অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।মন্দিরের পুরোহিত জানিয়েছিলেন দান-বাক্সে থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা সহ মায়ের পরনে সোনার টিকলি চুরি গিয়েছে।
মঙ্গলবার সকালে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে বুধবার রাত্রে ফুলবাড়ি জুম্মাগছ নিবাসী নূর আলাম ও সিপাই পাড়ার রানা দত্তকে চুরির অভিযোগে গ্রেফতার করে।
তাদের হেফাজত থেকে চুনাভাটি মন্দিরে চুরি যাওয়া তিনটি সোনার টিপ, সহ কিছু টাকা পয়সা উদ্ধার করেছে পুলিশ। বাকি জিনিস গুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।