রাজ্যজুড়ে শীতের আমেজ, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস? বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। শনিবার জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। তিলোত্তমাতেও রীতিমতো শীতের আমেজ। তবে রবিবার থেকে আবহাওয়া বদলাবে। তারপর থেকে বাড়বে গরম। সামনের সপ্তাহে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।  

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকে বাংলাজুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও কম। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। কিন্তু কাল থেকে আবার বদলাবে আবহাওয়া। একধাক্কায় দুই থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। রীতিমতো গরম অনুভব হবে। সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এরপরই আস্তে আস্তে বদলাতে শুরু করবে আবহাওয়া। উত্তর-পশ্চিমের বদলে বইবে দক্ষিণ-পূর্ব বাতাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বিদায় নেবে শীতের আমেজ।    

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই আজ, শনিবার কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট দেখাতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। ২০০ মিটার বা তার নিচে নামতে পারে দৃশ্যমানতা। সকালের দিকে জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। উল্লেখ্য, সিকিমেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা হিমাচলপ্রদেশে।