শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির তরফে অবস্থান-বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার। এদিন শিলিগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিসে বেশ কিছু দাবি নিয়ে অবস্থানে বসে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি।
মূলত সারা দেশের সাথে ইপিএস 95 পেনশনারদের ন্যূনতম পেনশন 9000 টাকা সহ অন্যান্য সাত দফা দাবিতে এদিন এই অবস্থান বিক্ষোভ করা হয়। অবস্থান বিক্ষোভের পর এদিন তাদের সমস্ত দাবীকে সামনে রেখে মিনিস্ট্রি অফ লেবার কমিশনার কে এক স্মারকলিপিও প্রদান করা হয়।
অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সদস্যরা।