করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবায় যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য নতুন অ্যাপ ‘কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ’ নিয়ে এল কলকাতা মেট্রো। এই একটি অ্যাপেই এবার সব সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো।
মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র রিচার্জ বা ই-পাস জেনারেট করা নয়, কলকাতা মেট্রো সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। সব নোটিফিকেশন চলে আসবে ফোনে।