প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিস মদ খেয়ে মৃত্যু হচ্ছে সাধারন মানুষের। অবৈধভাবে বিভিন্ন গ্রামে তৈরি করা হচ্ছিল চোলাই মদের।এর বিরুদ্ধে অভিযান ফাঁসিদেওয়া থানার পুলিশ ও নকশালবাড়ি আবগারি দপ্তরের।
এদিন শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত চটেরহাট অঞ্চলের বিভিন্ন গ্রামে। বাড়িগুলিতে অভিযান চালায় তৈরি করা চোলাই মদের সামগ্রী নষ্ট করে দেওয়া হয়।
আগামী দিনও এ ধরনের অভিযান বিভিন্ন জায়গায় চালানো হবে। বলে জানিয়েছেন আবগারি দপ্তরের এসআই শিবাজী ঘোষ।