কর আদায়ের পরিমাণ কমে যাওয়ায়, বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র

সম্পত্তিকর-সহ বিভিন্ন কর আদায়ের পরিমাণ গতবছরের নিরিখে কম একাধিক বিভাগে। চলতি আর্থিক বছর শেষ হতে আর চার মাস বাকি। এই অবস্থায় বুধবার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার সমস্ত বিভাগীয় আধিকারিককে নিয়ে বৈঠকে বসেন। আদায়ের পরিমাণ কমে যাওয়ায় এ দিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। আধিকারিকদের তিনি বলেন, ‘‘কর আদায় না বাড়ালে আমরা চালাব কেমন করে ?’’

পুরসভার কর আদায়ের বেশির ভাগটাই আসে সম্পত্তি কর থেকে। গত বছরের ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত সম্পত্তিকর আদায়ের পরিমাণ ছিল প্রায় ৮৮৬ কোটি টাকা। চলতি বছরে ওই একই সময়ে কর আদায়েরপরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৭৯ কোটিতে। এ দিন বৈঠকে মেয়র সম্পত্তিকর বিভাগের বিভিন্ন ইউনিটের বিভাগীয় আধিকারিক ছাড়াও লাইসেন্স, বিল্ডিং, বিজ্ঞাপন, পার্কিং, বিনোদন-সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের থেকে কর আদায়ের পরিমাণের রিপোর্ট নেন। পুরসভা সূত্রের খবর, একমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর আদায়ের পরিমাণ বেড়েছে। আগামী চার মাসে কর আদায়ের পরিমাণ বাড়াতে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের কাজে জোর দিতে বলেছেন মেয়র।