আণ্টি ডেঙ্গু অপারেশন নিয়ে বার্তা দিলেন মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার

মৃত্যু হয়নি, গতবারের তুলনায় ডেঙ্গু আক্রান্ত কম হলেও যুদ্ধকালীন তৎপরতায় জেলা জুড়ে চলছে আণ্টি ডেঙ্গু অপারেশন। বর্ষা বিদায় নিলেও হেমন্তের আবহে উঁকি দিচ্ছে শীত, এমন অবস্থায় প্রকৃতির নিয়মে কিছুটা হলেও কমেছে ডেঙ্গুর প্রকোপ, তবে হাল ছাড়ছে না জেলা সাস্থ্য দফতর, লাগাতার চলছে বিভিন্ন ধরনের আণ্টি ডেঙ্গু অপারেশন,সম্প্রতি এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার।

জেলার ডেঙ্গু চিত্র তুলে ধরে ডাঃ হালদার জানান,২৪ শের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যেটি ২৩ সালের ৯৮০ তুলনায় অনেকটাই কম। তবে পরিসংখ্যান দেখে আত্মতুষ্টিতে ভরষা না করে জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে জেলা পরিষদ,পৌরসভা,পঞ্চায়েত সবাইকে নিয়ে জারী রয়েছে বিভিন্ন ধরনের আণ্টি ডেঙ্গু অপারেশন।