কুয়াশার জেরে ঠান্ডার আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে

শীত কবে আসবে জানা নেই ৷তার আগে হাজির কুয়াশা ৷নভেম্বরের প্রথম সপ্তাহতেই কুয়াশাচ্ছন্ন শিল্পশহর দুর্গাপুর৷কালীপুজো মিটতেই কুয়াশার দাপট ৷বেলা বাড়লে গরম অনুভূত হলেও ভোর থেকে পথঘাট ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় ৷সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শিল্পনগরী দুর্গাপুরে ৷ঘন কুয়াশায় ঢেকে রয়েছে পথ, ঘাট, মাঠ, ময়দান ।এর মাঝেই দেখা গেল কেউ প্রাতঃভ্রমণ করছেন আবার পড়ুয়ারা বেরিয়েছে স্কুলের পথে ৷যদিও এর বেশি ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটে লোকজন খুব একটা ছিল না ।প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে কম ।শীত না থাকলেও ভোর থেকে কুয়াশার জেরে ঠান্ডার একটা আমেজ পাওয়াতেই আনন্দিত অনেকে ৷

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কমে যায় সোমবার সকাল থেকে ।এই দৃশ্য দেখে অনেকেই উৎফুল্ল হয়ে ওঠেন ।মূলত পাহাড়ি এলাকায় এমন ছবি দেখা যায় ।শিল্পশহর দুর্গাপুরে ঘন কুয়াশার চাদর ভেদ করে শ্রমিক শ্রেণিকে দেখা গেল কারখানামুখী হতে ।প্রবীর পাল নামের এক প্রাতঃ ভ্রমণকারী বলেন, ” মনে হচ্ছে যেন শিলং, দার্জিলিং, গ্যাংটকে আছি ।এই কুয়াশা দারুণ উপভোগ করছি আমরা ।তবে যারা এই ঘন কুয়াশার মাঝে গাড়ি চালাচ্ছেন তাঁদের কাছে অনুরোধ খুব সাবধানে গাড়ি চালাবেন ।দৃশ্যমানতা একেবারেই কম , এমন আবহাওয়া উপভোগ করার মতই ।”নভেম্বরের প্রথম দিকে এমন ছবি দেখে আপ্লুত বহু মানুষ আবার প্রাকৃতিক এই সুন্দরতাকে উপভোগ করার জন্যই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ।যদিও শীত কবে পড়বে তা এখনও স্পষ্টভাবে জানায়নি আবহাওয়া অফিস ৷