মঙ্গলবার রাতে এসটিএস ক্লাবের ৫৪ তম বর্ষের শ্যামা পুজো উৎসবের সূচনা হল। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ধূপগুড়ি এসটিএস ক্লাবের পুজো মন্ডপের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবছর এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসব ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবার মায়ানমারের প্যাগোডার গোল্ডেন টেম্পলের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে এবং কৃষ্ণ রুপে শ্যামা মায়ের মূর্তি দর্শনার্থীদের নজর কাড়বে।পাশাপাশি রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা।
এদিন এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত সহ অনেকে। উদ্ধোধন লগ্নে গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। উদ্বোধন লগ্নেও দেখা গেল মানুষের ভিড়।
মানুষের ঢল নামে উল্লেখ্য উত্তরবঙ্গের মধ্যে ধূপগুড়ির শ্যামাপূজা ও দীপাবলি উৎসব সুপরিচিত। আর তারমধ্যে অন্যতম হলো ধূপগুড়ির এস টি এস ক্লাব। প্রতিবছর ধূপগুড়ির শ্যামাপূজা উৎসবে মানুষের ঢল নামে। বিভিন্ন পূজা মন্ডপে সারারাত মানুষের লাইন দেখা যায়।এবছরও এই পুজো মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।