শিলিগুড়ি:- ১৯৬৪ সাল থেকে মালদা জেলার ঝলঝলিয়ায় হয়ে আসছে যুবকবৃন্দের কালীপুজো। এবার তাদের এই পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে বলে জানা যায়।উল্লেখ্য,গত ৬১ বছর ধরে মালদার বুকে ঝলঝলিয়ার এই যুবকবৃন্দের কালীপুজো এক অন্যতম কালীপুজো।এছাড়াও এই পুজোর শুরু থেকে অর্থাৎ ১৯৬৪ সাল থেকেই এই পুজোর শুভ উদ্বোধন হয়ে থাকে মুম্বাইয়ের থেকে আগত স্বনামধন্য কোন না কোন আর্টিস্টের হাত ধরে।ঠিক তেমনি সময়ের সাথে সাথে দিন বদলে গেলেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে এই যুবকবৃন্দ ক্লাব। তাই চিরাচরিতভাবে এবারও ৬১তম বর্ষে একসময়ের বলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির হাত ধরে হতে চলেছে এবার এই পুজোর শুভ উদ্বোধন।বুধবার সে কারণেই সুদূর মুম্বাই থেকে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছান জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি।
এদিন তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুবক বৃন্দ ক্লাবের প্রেসিডেন্ট বাবলা সরকার,সম্পাদক গৌতম দাস ও বিভু মজুমদার সহ যুবক বৃন্দ ক্লাবের একাধিক মেম্বাররা।অপরদিকে জানা যায় মালদার ঝলঝলিয়া যুবকবৃন্দের এই কালীপুজোয় ব্যাপক ভিড় হয়।একদিকে যেমন জনপ্রিয় আর্টিস্ট দেখতে ভিড় জমান দর্শকরা ঠিক তেমনি কালীপুজো দেখতেও ভিড় করেন দর্শনার্থীরা।শুধু মালদা জেলায় নয় বরং জেলার পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য ঝাড়খন্ড,বিহার থেকেও প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় জমান প্রত্যেক বছর।তাই এই বছরও তার ব্যাতিক্রম হবে না বলেই আশাবাদী ক্লাব উদ্যোক্তারা।
যে কারণে বুধবার সদুর মুম্বাই থেকে জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথেই মালদার এই কালীপুজোর উদ্দেশ্যে রওনা দেন এবং আজ এই পুজো মন্ডপের শুভ উদ্বোধন রয়েছে বলে জানা যায় উদ্যোক্তাদের তরফে।এছাড়াও প্রত্যেকবারের মত এবারও এই ঝলঝলিয়া যুবকবৃন্দের কালীপুজো নজর কাড়বে শহরবাসীর তা আশাবাদী উদ্যোক্তারা।যে কারণে পুজোর উদ্বোধনের দিন থেকেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা মালদা জেলা জুড়ে।শুধু মালদায় নয় পার্শ্ববর্তী এলাকাতেও ইতিমধ্যেই খবর পৌঁছে গিয়েছে যে এবারও ঝলঝলিয়া যুবকবৃন্দের কালীপুজো নজর কারতে চলেছে মালদার বুকে।