মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন বাজারের ঝাড়ুর দোকানে ভিড় ক্রেতাদের

শিলিগুড়ি : কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। দীপাবলির ঠিক দু’দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এই দিন সাগর মন্থনের ফলে উত্থিত হন দেবতা কুবের তাই দেবতা কুবের কে ধনতেরাসের দিন পুজো করা হয়। অমৃতের খোঁজে সেই সাগর মন্থনের সময়  উত্থিত হন দেবতা ধন্বন্তরী, তাঁকেও এই ধনতেরাসের দিনে পুজো করা হয়।

এদিন সোনার জিনিস কেনা কে শুভ মনে করেন অনেকেই। এছাড়াও এদিন অনেকেই ঝাড়ু ও কেনেন। তবে এই ঝাড়ু কেনার পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ, তো কেউ আবার অলক্ষী বিদায়ের জন্য ঝাড়ু কিনেন। তবে যাই হোক এদিন প্রায় অধিকাংশ মানুষই বাজার থেকে ঝাড়ু কিনে বাড়ি ফেরেন।

ঠিক তেমনি মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন বাজারে ঝাড়ুর দোকানগুলিতে দেখা মিলল ব্যাপক ভিড়। এদিকে দাম আগের বছরের মতোই থাকায় খুশি ক্রেতারা। অপরদিকে বিক্রেতারা জানাচ্ছেন দাম কম থাকায় চাহিদা বেড়েছে ঝাড়ুর এবং যোগানো রয়েছে এবছর ব্যাপক। যে কারণে সবমিলিয়ে লাভের মুখ দেখছেন তারা।