‘তিলোত্তমার রক্ত চোখ তোমার চোখের আগুন হোক’ স্লোগানকে সামনে রেখে আর.জি কর ইস্যুতে ফের পথে নামলো বাঁকুড়া। শুক্রবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করেই জেলার মহিলা কলেজ গুলির প্রাক্তনীদের ডাকে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন অসংখ্য মানুষ। শহরের পাঁচবাগা মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিল যতো সামনের দিকে এগিয়েছে, মিছিলের দৈর্ঘ্য সমানতালে ঠিক ততোটাই বেড়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদের তরফে 'এ কন্ঠে তিলোত্তমা অপরাধীদের নেই ক্ষমা' স্লোগানের পাশাপাশি ওই নৃশংসা ঘটনার বিচারের দাবিতেও তারা সরব হন। একই সঙ্গে আর.জি করের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের কোন নিরাপত্তা নেই, ওই ধরণের ঘটনা যে কারোর সাথেই হতে পারে। এই অবস্থায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারী থাকবে বলেই তারা জানিয়েছেন।