বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। গণেশ পূজোর মধ্য দিয়েই পুজোর আমেজ চলে আসে। পুজো পুজো রব চারিদিকে। আকাশে পেজা তুলোর মত সাদা মেঘের ভেসে বেড়ানো সহ কাশফুল হাওয়ার দোলায় দুলে দুলে ওঠার সুন্দর দৃশ্য ইতিমধ্যেই জানান দিচ্ছে মা আসছে। মাকে আগমনের জন্য ইতিমধ্যেই সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তারা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। অন্যদিকে শান্তিপূর্ণ ও অবাধ দূর্গা পুজো পালন করতে সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সহ শিলিগুড়ি পুর নিগম, দমকল, বিদ্যুৎ বিভাগ সহ জরুরী পরিষেবা দপ্তরের কর্মীরা।
অন্যদিকে পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠকের পাশাপাশি জরুরী বিভাগের সাথেও দফায় দফায় বৈঠক করে অপ্রীতিকর বা জরুরী পরিষেবা প্রদানের সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা যাবে তা নিয়ে আলোচনা চলছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই এলাকায় শান্তিপূর্ণ পুজো উদযাপনে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবারে প্রায় ৭০০ দুর্গা পুজো পালন করা হবে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে। এদিন একান্ত সাক্ষাৎকারে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, অন্যান্য বারের মতন এ বছরও নিরাপত্তার বিষয় বেশ আটোসাটো পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা সুরক্ষার উপরে দেওয়া হচ্ছে বিশেষ নজর। সেই নজরদারিতে মহিলা পুলিশরা অগ্রণী ভুমিকা পালন করবে। সেই লক্ষ্যে বিশেষ মোবাইল ভ্যান ও বিশেষ অ্যাপের মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন মহিলারা।