জলপাইগুড়ি:- আরজি কর কান্ডের পর এবার জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি সহ সর্বত্রই রয়েছে মহিলা পুলিশ এবং মহিলা উইনার্স টিম। হাসপাতাল, স্কুল – চত্বর সহ একাধিক জায়গায় অতিরিক্ত টহলদারি ও নজরদারি পুলিশের।প্রসঙ্গত, আরজি কর কান্ডের পর জেলায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
শুক্রবার দেখা গেল মহিলা পুলিশ বাহিনীকে একাধিক জায়গায় টহলদারী দিতে। হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত রায় নামে এক চিকিৎসক এদিন বলেন, পুলিশের টহলদারি বাড়ানোতে তারা আশ্বস্ত।
এইভাবে চলতে থাকলেও অনেকটাই নিরাপদ বলে তিনি জানান।এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে এক মহিলা পুলিশ অফিসার বলেন, স্কুল, হাসপাতাল কলেজ – বাজারঘাট এলাকায় ক্রমাগত এই টহলদারী চালানো হচ্ছে।পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।