রাতভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। রাতভর ভারী বৃষ্টি।বুধবার ভোর থেকেই থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বুধবার NH31 জলঢাকা নদীতে হলুদ সর্তকতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুঁসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো। চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের।
জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে আজ সকালে জানা যায়, 1147.95 কিউমেক সকাল ৬ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান।