পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে খলিসামারিতে ।দীর্ঘ আট বছর পর অবশেষে পঞ্চানন বর্মার জন্মভিটাতে হচ্ছে কোচবিহার পঞ্চাননবর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস । ২০১২ সালে কোচবিহারে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু হয় কোচবিহার শহর সংলগ্ন । যদিও জেলার মানুষের দাবি ছিল পঞ্চানন বর্মার জন্মস্থান মাথাভাঙ্গার খলিসমারীতেই এই বিশ্ব বিদ্যালয় তৈরি হোক। কিন্তু সেসময় রাজ্যসরকার নানা কারণে সেই স্থানে নির্মাণ করতে পারেননি।
কিন্তু গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন কোচবিহারের দীর্ঘদিনের দাবি মেনে খলিসমারীতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হচ্ছে। এর পাশাপাশি সেখানে একটি সংগ্রহশালাও তৈরি করবে রাজ্য সরকার এমনটাই জানা গেছে সূত্রের মারফত। কোচবিহার পঞ্চাননবর্মা বিস্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পেয়ে খুশি কোচবিহারবাসী।