বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর। রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে। দুই শাবকের জন্ম দিল চিতা বিড়াল। কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও। মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের। তবে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি। সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি।জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালে রয়েছে।
আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে
