ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনো সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। এই বিষয়ে আগেই হলুদ সর্তকতা জারি করা হয়েছিল। কলকাতাতেও তাপ প্রবাহ জারি থাকবে সোমবার পর্যন্ত। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতেও তাপপ্রবাহ বজায় থাকবে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি মুখ ফিরিয়ে নিলেও, উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি যেমন দিনাজপুর মালদহ ইত্যাদি জায়গায় তাপপ্রবাহ চলবে, বৃষ্টির ছিটে ফোঁটা সম্ভাবনা নেই।