কেন্দ্রীয় সরকারের ভুল কৃষিনীতি, বাংলার চাষীদের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের মতো কালিয়াগঞ্জেও মেঠো প্রতিবাদ বিক্ষোভ পালন করে । জানা গেছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার প্রতিটি ব্লকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, বাংলা আর্থিক ভাবে বঞ্চনার বিরুদ্ধে এবং কেন্দ্রের ভূল কৃষিনীতির প্রতিবাদে কৃষক ও ক্ষেতমজদুরদের মেঠো প্রতিবাদ আন্দোলন পালন করে ।
সেই মত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কমিটির প্রতিবাদ সভা ডাকে । সূত্রের খবর কৃষাণ মাঠে পাশ্বস্থ্য জমির আলে দারিয়ে মেঠো প্রতিবাদ আন্দোলন করে কৃষাণ ক্ষেতমজদুর কর্মী ও তৃণমূল নেতৃত্ব ।এই প্রতিবাদ আন্দোলনে উপস্থির ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ,ব্লক কিষাণ ক্ষেতমজদুর সভাপতি আমিন চৌধুর, পুরসভার বোর্ড ওফ মেম্বার বসন্ত রায় সহ তৃণমূল নেতৃত্ব ।