জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায় এবার করোনায় আক্রান্ত হলেন । গতকাল রাতে তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে এখবর জানিয়েছেন । সম্ভবত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে লোকসভার অধিবেশন বসছে । সেই মতো আসন্ন বাদল অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার সব সাংসদদের কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন । আর সেই মতো নিজের সোয়াব টেস্টে রিপোর্ট পজিটিভ আসে ।
সাংসদের রিপোর্ট পজিটিভ আসতেই জলপাইগুড়ি জেলা বিজেপির শীর্ষস্থানীয় মহলে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সূত্রের খবর কিছুদিন আগেই দিল্লি থেকে উড়ে এসে জলপাইগুড়িতে দলের বিভিন্ন দলীয় সভায় অংশগ্রহণ করেছেন । সাংসদের সংস্পর্শে যারাই এসেছেন তাদের সবাইকে প্ৰয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও অনুরোধ করেছেন জয়ন্ত বাবু এমনটাই জানা গিয়েছে । বর্তমানে ডাক্তারি পরামর্শ মতো তিনি হোম আইসোলেশনে থাকছেন ২১ সেপ্টেম্বর পর্যন্ত । উল্লেখ্য কিছুদিন আগেই জয়ন্তবাবুর কেয়ারটেকার করোনায় আক্রান্ত হয়েছিলেন , যদিও তিনি এখন পুরোপুরি সুস্থ ।