আদালতে বড়সড় ধাক্কা খেল মনোহরলাল খট্টর সরকার। শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বেসরকারি ক্ষেত্রে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিল। ফলে উচ্চ আদালত এই সংরক্ষণকে খারিজ করে দিয়েছে। সেই কারনে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হরিয়ানা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনায় রয়েছে।
অন্যদিকে খট্টর সরকার স্থানীয় তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি করে ‘দ্য হরিয়ানা স্টেট এমপ্লয়েমেন্ট অব লোকাল ক্যান্ডিডেটস অ্যাক্ট’।এই আইনের নিয়ম অনুযায়ী বেসরকারি সংস্থাগুলিতে ৩০ হাজার টাকা বেতনের চাকরির ক্ষেত্রে ৭৫ শতাংশ ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত করতে হবে।
অন্যদিকে ২০২০ সালে ওই রাজ্যের বিধানসভায় পাশ হওয়া আইন ২০২১ সালের মার্চে এসে কার্যকর হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাওয়ার সময়সীমাকে ১৫ বছর থেকে কমিয়ে ৫ বছরে নিয়ে আসা হয়েছে। তবে অভিযোগ তরুণদের ভোট নিজেদের দিকে টানার লক্ষ্যেই পাশ করানো হয়েছিল ওই বিল।