রাত পোহালেই লক্ষ্মীপুজো। তাই আজ লক্ষীপুজোর বাজার জমে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হওয়ায় লক্ষ্মীর বাজারে কাটছাট করতে হচ্ছে। বাজারের আগুন দামের ছ্যাকায় নাভিশ্বাস মধ্যবিত্তদের। মৃৎ শিল্পীরা প্রতিমা এবং পট নিয়ে, কলাগাছ কলা গাছের ডোম নিয়ে বাজারে হাজির হয়েছে সকলে। পুজোর বাজার করতে শহরের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছেন। বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজোর আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় শিলিগুড়িবাসী। প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও ঢল নেমেছে প্রতিমা বিক্রেতাদের দোকানে দোকানে।