মঙ্গলবার সকাল ১১টার পর থেকে শুরু হয় হাজার হাজার টোটোচালক এবং মোটর ভ্যান চালকের মিছিলে, বন্ধ হয়ে যায় কলকাতা প্রবেশের অধিকাংশ রাস্তা । শহরতলি থেকে কলকাতার ঢোকার মূল প্রবেশপথ হাওড়া ব্রিজ।
টোটোচালকদের মিছিল সেই হাওড়া ব্রিজ হয়েই ব্রাবোর্ন রোড ফ্লাই ওভার ধরে এগোতে শুরু করে। যার ফলে আটকে যায় সমস্ত বাস, ট্যাক্সি সহ অন্যান্য গাড়ী। তাদের দাবি সরকারি লাইসেন্স এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর অনুমতি নিয়ে। মূলত এই দুই দাবি নিয়েই মঙ্গলবার পথে নেমেছে টোটোচালকরা।
তারা জানান যে প্রত্যেকেই প্রতি দিন আক্রান্ত হচ্ছেন পুলিশের জুলুমবাজির জন্য। ওরা যখন তখন ‘কেস’ দিচ্ছে তাদের বিরুদ্ধে। তারা জানান আমরা একদিনে যা রোজগার করি, তার থেকে বেশি টাকা পুলিশকে দিতেই চলে যাচ্ছে। আজ তার প্রতিবাদেই পথে নেমেছেন তাঁরা। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ হাওড়া থেকে ধর্মতলামুখী ব্রাবোর্ন রোডের একটি লেন খুলে দেওয়া হয়। তাঁর পড়েই শুরু হয় যানবাহন চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে।